জানিনা
আরমান খান
অনেকদিন হয়ে গেল প্রেমে,
বড্ড ভালবাসা ছিল প্রথমে।
ছিল কল্পনায় ত্রিমাত্রিক দৃশ্য,
এ যেন তুমি আমি রূপকথার বিশ্ব।
ছিল মেঘেদের দেশে একচ্ছত্র অধিকার,
যেন আমি তুমি সুখের রূপকার।
ছিল অনিয়ন্ত্রিত আবেগের আড়ত,
ওহে,বাজাও বাশি,শ্রুতিমধুর সুরে আর জনজনির বসত্।
ছিল দিবালোকে তার আমার ভাললাগার নির্দিষ্টতা,
আমি তুমি প্রার্থক্য? ও মা, পুরো ভারতবর্ষ অশুদ্ধতা।
অনেক দিন হয়ে গেল প্রেমে,
কবি, এখনো তোমার ধারাবাহিক চরন বহাল?
না।
কেন কি হয়েছে?
বয়স!
কবি, বয়সের সাথে ধারাবাহিক নেতিবাচকতার সম্পর্ক কি?
জানিনা।