“চিরকুটে গল্প”
লিখা: তনয় কান্তি সরকার
ধ্বংসের শেষ সীমানায়
অপরাধ অন্যায় ভালোবেসে
খোঁজে পেয়েছি আমায়।
তখন আত্মনিগ্রহ অসুরীর প্রমে ভেসে
স্বার্থান্ধ ঈশ্বর ভাসছে মায়ায়।
বৃথা এ গল্প,
আলো আধার খেলায়
তুলে নেবো হাতে মায়া অল্প।
আসলে এ ধরায়
এমন কোনো মায়া নেই,
আমাকে আপসোস করায়
স্বয়ং অস্তিত্বহীন হবো যেই।
তবুও গল্প শুনাই,
যদি না হয় প্রয়োজন
না বলা কথা বলে যাই
চিরকুটে ক্ষুদ্র আয়োজন।
“আমার বিধাতা মূর্খ,
এখানে অসুরের স্বর্গ”
সত্যিকারর্থে লিখা অল্প
চিরকুটের ক্ষুদ্র গল্প।