“একুশের গান”
মোঃ ফাহিম মাহমুদ
রক্তনদী সাঁতরে পেলাম
ভাষা শহীদের সুখ।
স্বর্গসুখের স্বাধীনতায় গর্বে নাচে বুক।
মাতৃভাষাকে জয় করতে গিয়ে
বোন হারালো ভাই।
তাদের বুকের তাজা রক্ত
আজও শুকায় নাই।
রক্ত গেলো জীবন গেলো
গেলো কত প্রাণ।
অবশেষে উঠলো বেজে
একুশেরই গান।